Dearness Allowance: সরকারি কর্মীদের ৩ মাস পর পর DA বাড়বে। মন্ত্রীসভার অনুমোদন
Govt Employees DA Hike News
সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে বড় সুখবর পাওয়া গেল আরও একবারের জন্য। কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এই DA নিয়ে কর্মীদের সঙ্গে সরকারের বিবাদ চরমে উঠেছে, আর এই বকেয়া মেটানোর জন্য লাগাতার আন্দোলন চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের এই ভাতা বিগত বছরে বৃদ্ধি হলেও এই বছরের শুরুতে কোন খবর এখন পর্যন্ত মেলেনি।
Dearness Allowance Hike Employee Benefits
রাজ্য সরকারের তরফে দুই বারে ভাতা বৃদ্ধির ফলে এখন ১৪% ভাতা মিলছে কর্মীদের, কিন্তু যেই পরিমান কেন্দ্রের ভাতার তুলনায় অনেক কম। আর এই কারনের জন্যই সকলের রাগ দিন দিন বেড়েই চলেছে। অনেক কর্মীরা এমনও জানিয়েছেন যে আগামীদিনে এই ভাতা না বৃদ্ধি হলে ফের একবারের জন্য তারা আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। আর এবারে অনেকেই ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেট ২০২৫-র দিকে তাকিয়ে রয়েছেন।
বকেয়া ডিএ কবে মিলবে?
সেই জন্য সকলকে অপেক্ষা করতে হবে বাজেট অব্দি, কিন্তু আজকে আমরা কেন্দ্র সরকারি কর্মচারীদের ১৮ মাসের বকেয়া ভাতা নিয়ে কিছু তথ্য জানাতে চলেছি। করোনা মহামারি চলাকালিন সরকার নিজেদের ওপরে চাপ কমানোর জন্য এই ভাতা দেওয়া বন্ধ রেখেছিল। কিন্তু এখন সব কিছু সামান্য হওয়ার জন্য সকলেই সেই টাকা পাওয়ার জন্য দাবি জানাচ্ছেন, আর কেন্দ্র বাজেট ২০২৫ (Union Budget 2025) এ এই নিয়ে কিছু শুরু করা হয় কিনা সেই দিকে নজর সকলের।
8th Pay Commission DA Hike News
ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছুদিন আগে অষ্টম বেতন কমিশন গড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কমিশন শুরু হলেই সকলের মাইনে একেবারে অনেকটাই বেড়ে যাবে। একদিকে ডিএ ও আরের দিকে নতুন পে কমিশন দুই দিক থেকেই সুবিধাটা কেন্দ্রের তরফে দেওয়া হলেও, রাজ্য সরকারের তরফে কোন কিছুর জন্যই পদক্ষেপ নেওয়া হচ্ছে না এমনটাই মনে করছেন অনেকে।
বাজেটে নতুন আয়কর স্ল্যাব আসতে চলেছে! 10 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হবে এবারে?
এই নতুন বছর ২০২৫ থেকে প্রতি ৩ মাস বাদে বাদে এই ভাতা বাড়বে বলে মনে করছেন অনেকে। এইবারের বাজেটে ডিএ ক্যালকুলেটর বদলাতে পারে সরকার এমনটাই মনে করছেন অনেকে। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) মধ্যে সকল কেন্দ্র সরকারের কর্মচারীরা ৫৩% ভাতা পাচ্ছেন ও আগামী মার্চ মাসে হোলির সময়ে আবার ভাতা বাড়াতে পারে সরকার আরেক বারের জন্য।
ফেব্রুয়ারি থেকে বাংলার সরকারি কর্মীদের জন্য নতুন নিয়ম। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল রাজ্য সরকার
তার আগেই সরকারকে চিঠি দিলেন সরকারি কর্মচারীদের একাংশ, এই ভাতা বৃদ্ধির হার ঠিক করার জন্য ১২ মাসের বদলে ৩ মাস করা উচিত, যেই নিয়ম লাগু হলে প্রত্যেক ৩ মাস বাদে বাদে DA বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ ও পেনশনভোগিদের জন্য আলাদা আলাদা CPI (Consumer Price Index) নিয়ে আসার জন্যও দাবি জানানো হয়েছে।