ফেব্রুয়ারিতেই DA বাড়বে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের? দীর্ঘ অপেক্ষার অবসান হবে?

Dearness Allowance

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের DA তথা মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) ঠাণ্ডা লড়াই এখনও অব্যাহত রয়েছে। বিগত প্রায় ৭ বছর ধরে এই মামলা চলছে, কিন্তু এখনও পর্যন্ত কোন ধরণের রফা সুত্র পাওয়া যায়নি। আর বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court of India) চলছে, আর এখনো পর্যন্ত কোন ধরনের রফা সুত্র পাওয়া সম্ভব হয়নি।

Dearness Allowance Hike Update

ফের একবারের জন্য দীর্ঘদিন এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে, আবার মার্চ মাসে শুনানি হবে বলে জানানো হয়েছে। এইভাবে শুনানি পিছিয়ে যাওয়ার জন্য স্বাভাবিকভাবেই কিছুটা হলেও দুঃখিত সকল কর্মীরা। কিন্তু অনেকেই মনে করছেন যে ফেব্রুয়ারি মাসে এই বকেয়া ডিএ বৃদ্ধি (Employee Benefits) নিয়ে বড় কোন খবর পাওয়া যেত পারে! এমনটাই মনে করছেন অনেকে।

DA Hike News

কারণ আগামী ১০ ই ফেব্রুয়ারি থেকে রাজ্যের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে আর ১২ ই ফেব্রুয়ারি বাজেট ঘোষণা হবে। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এটাই তৃণমূল সরকারের তৃতীয় কর্ম কালের শেষ বাজেট। আর এই জন্যই অনেকেই মনে করছেন যে এবারে কিছুটা হলেও ফের একবারের জন্য বাড়তে পারে ভাতা।

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ

বিগত বছরের বাজেটের সময় ৪% বৃদ্ধি করা হয়েছিল ভাতা, তাই সকল কর্মীরা মনে করছেন যে এবারে ফের এমনটা হতে পারে। শুধু সরকারি কর্মীদের জন্য ডিএ ই নয়, এরই সঙ্গে অনেক সরকারি প্রকল্পের (Government Scheme) যেমন – লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Scheme) ও রুপশ্রী প্রকল্পের (Rupashree Prakalpa) ভাতাও বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এখন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ১৪% হারে ভাতা পাচ্ছেন।

সরকারি কর্মীদের ৩ মাস পর পর ডিএ বাড়বে। মন্ত্রীসভার অনুমোদন

অন্য দিকে কেন্দ্র সরকারি কর্মীদের ৫৩% হারে ভাতা দিচ্ছে সরকার যার ফলে এই ভাতার ফারাক ৩৯% তে গিয়ে পৌছিয়েছে। আর আগামী দিনে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর হয়ে গেলে এই পরিমাণ আকাশ ছুঁয়ে ফেলবে বলে মনে করা হচ্ছে। আর কারণের জন্য যতদিন যাচ্ছে ততদিন সরকারি কর্মীদের মধ্যে হতাশা বেড়েই চলেছে। আর এই নিয়ে বড় কোন আন্দোলন শুরু করতে পারেন কর্মীরা এমনও ভাবছেন অনেকেই।

DA ছাড়াও সরকারি কর্মীদের জন্য বিরাট সুবিধা। ক্লিক করে দেখুন।

১২ ই ফেব্রুয়ারি ২০২৫ রাজ্য সরকারের তরফে এই ভাতা বৃদ্ধি নিয়ে কোন বড় ঘোষণা করা হয় কিনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে। কারন বিগত বছর গুলোতে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেই এই ভাতা বৃদ্ধির ঘোষনা করা হয়েছিল। সেই সম্পর্কে জানার জন্য সকলে অপেক্ষা করে আছেন। রাজ্য বাজেট ২০২৫ এর সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।

Related Articles

Back to top button