আগামি ২৫ তারিখেই পশ্চিমবঙ্গে বকেয়া DA. সুপ্রিম কোর্টের আগাম ঘোষণা
DA Case Hearing in Supreme Court of India
অবশেষে পশ্চিমবঙ্গের বকেয়া DA মামলার শুনানি (Dearness Allowance) ফের একবারে জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের এই মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে দিনের পর দিন সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকছে। আর ওপর দিকে কেন্দ্রীয় সরকারের তরফে ডিএর সঙ্গে সঙ্গে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) আগামী ২০২৬ সালের মধ্যে লাগু করার কোথাও জানিয়ে দেওয়া হয়েছে।
আর অন্য দিকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) তো দূরের কথা বকেয়া ডিএ দেওয়া নিয়েও দিনের পর দিন গড়িমসি করা হচ্ছে বলেই অভিযোগ সকল কর্মীদের। আর বিগত অনেক দিন ধরে একের পর এক করে ১৪ বার শুনানির দিন সময়ে অভাবে পিছিয়ে যাচ্ছে এবং এই কারণের জন্য অনেকটাই হতাশায় ভুগছিলেন সকল কর্মীরা।
কবে বকেয়া DA মামলার শুনানি?
আগামী ২৫ শে মার্চ মঙ্গলবার এই DA মামলার শুনানি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বলে কোর্টের তরফে জানানো হয়েছে। আর এই নিয়ে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে সকল কর্মীদের মনে। এবারে যদি বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় সেই নিয়েই চিন্তা করছেন অনেকে।
বকেয়া মহার্ঘ ভাতা কবে মিলবে?
রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় বাবু জানিয়েছেন যে Advance List অনুসারে ৯৫ নম্বরে এই মামলা লিস্ট হয়েছে এবং ০১ থেকে ৭৬৮ পর্যন্ত সিরিয়াল অনুসারে ৯৫ তে এই শুনানির সময় এসেছে, এবারে ফাইনাল কজ লিস্টের অপেক্ষা করতে হবে সেই দিনের শুনানির আরও বিস্তারিত তথ্য জানার জন্য।
রাজ্য সরকারি কর্মীদের উৎসব ভাতা বৃদ্ধি এবং অগ্রীম ২০০০০ টাকা পাবেন। কাদের জন্য কি কি ঘোষণা হলো?
ডিএ মামলার ইতিহাস
২০১৬ সালে এই মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্ট ও স্যাটে। এরপর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই মামলা সুপ্রিম কোর্টে গড়ায়। আর ৩ বছর পেরিয়ে গেলেও এখনও কোন প্রকারের শুনানি হয়নি, তাই যত তাড়াতাড়ি এই শুনানি শেষ হবে ততই তাড়াতাড়ি কোন না কোন সিদ্ধান্ত নেবে সরকার এমনটাই মনে করছেন অনেকেই। আর এখন সকলের নজর রয়েছে আগামী ২৫ তারিখের দিকে। অনেকেই ভাবছেন যে এবারে কিছু একটা সুরাহা হলেও হতে পারে।
কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয় সকল বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সরকারের তরফে এই নির্দেশ না মেনে উচ্চ আদালতে যাওয়া হয়। আর এবারে যদি দেশের সর্বোচ্চ আদালতে যদি এই বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ভবিষ্যতে, তাহলে রাজ্য সরকারের তরফে কি করা হয় সেই দিকেই নজর সকলের। এই নিয়ে আরও খবর পেতে বাংলা একাডেমী ফলো করুন।