Banglar Panchayat App: পশ্চিমবঙ্গে চালু হলো বাংলার পঞ্চায়েত অ্যাপ। কি কি সরকারি সুবিধা পাবেন, জেনে নিন

Department of Panchayat & Rural Development

রাজ্যবাসীর সুবিধার জন্য বাংলার পঞ্চায়েত অ্যাপ (Banglar Panchayat App) নিয়ে হাজির হল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্যের জনসাধারণের জন্য বিভিন্ন রকম প্রকল্পের সূচনা করেছেন, এই প্রকল্প গুলির মাধ্যমে রাজ্যে জনসাধারণের আর্থিক সহায়তা দেওয়া হলো মূল লক্ষ্য। রাজ্য সরকার পরিচালিত বিভিন্ন প্রকল্প গুলিতে বা অন্য কাজে আবেদনের জন্য পঞ্চায়েতে যেতে হত সকলকে।

Banglar Panchayat Mobile App

অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেক কিলোমিটার দূরে এই পঞ্চায়েত অফিস গুলো অবস্থিত হওয়ার জন্য সাধারণ মানুষকে সরকারি কাজের জন্য অনেকটা দূর গিয়ে আবেদনপত্র জমা দেওয়া ও অন্যান্য কাজকর্ম করার জন্য অনেকটাই সময় ব্যয় করতে হতো। মুখ্যমন্ত্রী এই জন্যই দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) চালু করেন, যার মাধ্যমে প্রত্যেকটি গ্রামের ব্লকে ব্লকে দুয়ারে সরকার শিবির বসানো হয়।

বাংলার পঞ্চায়েত অ্যাপের সুবিধা কি কি?

যেখানে এসে সাধারণ মানুষজন প্রকল্প গুলির জন্য আবেদন করতে পারেন। এর ফলে অনেকটাই সুবিধা হয়েছে সাধারণ মানুষের। একই রকম ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের আরও সুযোগ সুবিধা দেওয়ার জন্য চালু করতে চলেছেন পঞ্চায়েত অ্যাপ পরিষেবা। এর মাধ্যমে আপনি পঞ্চায়েত অফিস সংক্রান্ত যাবতীয় কাজকর্ম অনলাইন মাধ্যমে আপনার বাড়িতে বসে করতে পারবেন।

পশ্চিমবঙ্গ সরকারের নতুন পরিকল্পনা

আপনাকে বারংবার পঞ্চায়েত অফিসে গিয়ে লাইনে দাড়িয়ে সময় ব্যয় করে অফিসিয়াল কাজকর্ম করতে হবে না এখন থেকে। এই উদ্যোগ নেওয়ার ফলে জনসাধারণের যে রকম সময় অনেকটাই বাচবে, সেই সাথে সরকারি কাজকর্ম অনেক সহজতর হয়ে যাবে। তাহলে কিভাবে ও কি কি সুবিধা বা কাজ আপনারা করতে পারবেন এবারে সেই নিয়ে জেনে নিন।

কি কাজ বাংলার পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে সম্ভব?

১) পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে আপনি ডাক্তারি এপ্লিকেশন নিতে পারবেন।
২) এছাড়া আপনার ব্লকে কোন কোন ডাক্তার।
৩) কোন কোন রোগের জন্য বসেন তার তালিকাও খুব সহজে দেখে সেই পছন্দ মতন ডাক্তারের সাথে কন্টাক করে খুব সহজে এপ্লিকেশন নিতে পারবেন।

৪) কাস্ট সার্টিফিকেট এর জন্য এখন থেকে পঞ্চায়েত অফিসে গিয়ে দাড়িয়ে থাকতে হবে না।
৫) বাড়িতে বসে অনলাইন মাধ্যমে কাস্ট সার্টিফিকেট আবেদনের কাজটি করে ফেলতে পারবেন।
৬) পঞ্চায়েত অফিস থেকে পাওয়া টেন্ডার এছাড়াও বিভিন্ন রকম পঞ্চায়েত অফিসের চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন ঘরে বসেই এই আপের মাধ্যমে।

৭) পঞ্চায়েত অফিসের যে কোনো সমস্যার জন্য নিজের কথা জানাতে পারবেন আপনি ঘরে বসে।
৮) গেস্ট হাউস বুকিং করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।
৯) সময়ে সময়ে আরও সুবিধা দেওয়া হবে গ্রাহকদের এমনটাই মনে করছেন অনেকে।

বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপুরনের টাকা। শস্য বীমা স্ট্যাটাস চেক

How to Use Banglar Panchayat App

১) প্রথমেই আপনি Google Play Store থেকে পঞ্চায়েত অ্যাপ সার্চ করে নিন।
২) এরপর অ্যাপটি ডাউনলোড করে নিন আপনার ফোনে।
৩) এরপর সেই অ্যাপ থেকে আপনার জেলা, ব্লক, গ্রাম ইত্যাদি নির্বাচন করুন।
৪) এরপর আপনি কোন পরিষেবা চাচ্ছেন, সেই পরিষেবার অপশনে ক্লিক করে সুবিধা গ্রহণ করুন।

মহিলাদের জন্য নতুন প্রকল্প চালু করল মোদি সরকার। মাসে মাসে পাবেন 7000 টাকা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পঞ্চায়েত অ্যাপ সাধারণ মানুষকে অনেক সুবিধা দেবে, বিশেষ করে ব্যস্ততম এই জীবনে পঞ্চায়েত অফিসে গিয়ে বারংবার দাড়িয়ে থেকে অফিসিয়াল কাজকর্ম করানোর চাইতে বাড়িতে বসেই সময় করে খুব দ্রুত আপনি আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন এক নিমিষেই। এই ধরনের আরও খবর পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।

Related Articles

Back to top button