Government Employees – পুজোর আগেই সরকারি কর্মীদের, দ্বিগুণ সুখবর। DA বৃদ্ধির সাথে নতুন সুবিধা যুক্ত হলো

CGHS Government Employees Benefits

সরকারি কর্মীদের (Government Employees) জন্য বিরাট সুখবর। মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আগেই আলোচনা চলছিল, যা পুজোর আগে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে এবার মহার্ঘ ভাতা বৃদ্ধির পূর্বেই সরকারি কর্মীদের জন্য অন্য একটি নিয়মে বিরাট পরিবর্তন ঘটে গেল। যার ফলে কার্যত হাতে চাঁদ পেতে চলেছেন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যেরা।

CGHS Government Employees Benefits

নয়া নিয়মে কী পরিবর্তন আনা হয়েছে?
স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের (CGHS Health Scheme) অধীনে আসা রোগীরা যাতে আরও সহজে পরিষেবা পেতে পারেন, সেই লক্ষ্যে নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে সরকারি এবং এই স্বাস্থ্য বীমা প্রকল্পের অধীন নথিভুক্ত বেসরকারি হাসপাতালগুলোতে রোগী রেফারের প্রক্রিয়া সহজ করা হয়েছে। বিশেষ করে জরুরি চিকিৎসার ক্ষেত্রে, সরকারি কর্মীরা আগের তুলনায় দ্রুত ও সুবিধাজনকভাবে চিকিৎসা পেতে পারবেন।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালগুলিতে রোগীদের জন্য জরুরি চিকিৎসা পেতে এখন রেফারাল অনুমোদনের প্রয়োজন হবে না। শুধু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের থেকে একটি জরুরি সার্টিফিকেট পেলেই হবে। এর ফলে রোগীরা নগদবিহীন চিকিৎসার (Cashless Treatment Health Scheme) সুবিধা পাবেন, যা তাদের চিকিৎসার প্রক্রিয়াকে দ্রুততর করবে।

Health Insurance Scheme

বিশেষ সুবিধা ৭০ বছরের বেশি বয়সীদের জন্য:
এছাড়া, ৭০ বছরের বেশি বয়সি CGHS কার্ডধারী উপভোক্তাদের জন্যও বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। তাদের আর হাসপাতালে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য রেফারালের প্রয়োজন হবে না। এর ফলে প্রবীণ সরকারি কর্মীরা আরও সহজে চিকিৎসা পেতে পারবেন। তবে, যে চিকিৎসাগুলি CGHS Beneficiary তালিকায় নেই, সেগুলির জন্য আগের মতোই CGHS কর্তৃপক্ষের থেকে অনুমোদন নিতে হবে।

বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার নিয়ম সহজ:
কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমের অধীনে যারা অঙ্গ প্রতিস্থাপন, হার্ট সার্জারি, ক্যান্সার চিকিৎসা, নিউরোসার্জারি, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, শেষ পর্যায়ের কিডনি সমস্যা, এবং অটো-ইমিউন ডিসঅর্ডারের মতো রোগে ভুগছেন, তারা সময়ের কোনও বাধ্যবাধকতা ছাড়াই বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন। এর ফলে এইসব রোগে আক্রান্ত সরকারি কর্মীরা আরও দ্রুত এবং সহজে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাবেন।

gamezop ad

আরও পড়ুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে বিরাট সুখবর। পুজোর আগেই

সরকারি কর্মীদের প্রতিক্রিয়া:
সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেক সরকারি কর্মী। তারা মনে করছেন, নতুন নিয়মের ফলে তাদের চিকিৎসা প্রক্রিয়া সহজ হবে এবং চিকিৎসার জন্য আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না। বিশেষ করে জরুরি অবস্থায় চিকিৎসা পাওয়া আগের তুলনায় অনেক দ্রুত হবে।

এই নিয়ম পরিবর্তনের ফলে লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Government Employees) উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। নতুন এই সিদ্ধান্তে উৎসবের আবহাওয়ার মাঝেই কর্মীরা খুশি হয়েছেন। মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি এই চিকিৎসা সুবিধা নিশ্চিতভাবেই সরকারি কর্মীদের জীবনে এক বড় স্বস্তি নিয়ে আসবে।

Related Articles

Back to top button