ফিক্সড ডিপোজিটে সর্বাধিক সুদ দিচ্ছে এই ৪টি ব্যাংক। FD তে নতুন সুদের হার দেখে নিন
FD Interest Rate 2025
ফিক্সড ডিপোজিট স্কিমে (Fixed Deposit Scheme) মিলছে আকর্ষণীয় সুদের হার। এমন অনেক মানুষ আছেন যারা এখনও পর্যন্ত SIP, মিউচুয়াল ফান্ডের থেকে এফডিতেই (FD) নিজেদের কষ্টের রোজগার করা টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন। কারণ নতুন ধরণের সঞ্চয় প্রকল্পে সুদ বেশি হলেও সুরক্ষা নেই বলেই মনে করেন অনেকে এবং এই সকল স্কিম যেহেতু মার্কেটের ওপরে নির্ভর করে তাই চিন্তার ব্যাপার তো একটা থাকেই!
ফিক্সড ডিপোজিটে সেরা সুদের হার
এছাড়াও এখনকার সময়ে টাকা রোজগার করা খুবই মুশকিলের কাজ হয়ে গেছে এবং এই জন্য সকল কিছু ভালো করে জেনে বুঝে নিয়ে এই বিনিয়োগ সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেওয়া উচিত সকল মানুষদের। কিন্তু রিজার্ভ ব্যাংকের রেপো রেট (RBI Repo Rate) কমানো ও বৃদ্ধি করার ফলে সকল সরকারি ও বেসরকারি ব্যাংক গুলো তাদের এফডি সুদের হারে পরিবর্তন করে।
FD তে উচ্চ সুদ পাবে গ্রাহকরা
আর ফের একবারের জন্য RBI রেপো রেট কমিয়ে দেওয়ার জন্য সকল ব্যাংক গুলোর তরফেও এই সুদের হারে পরিবর্তন করা হয়েছে আর দেখতে গেলে অনেকে ব্যাংক আগের থেকে এই সুদ অনেকটাই কমিয়ে দিয়েছে, আর এই কারণের জন্য অনেক মানুষ এই স্কিম থেকে নিজেদের ইচ্ছা হারিয়ে ফেলছেন! কিন্তু এমন অনেক ব্যাংক আছে যারা এখন বেশি সুদ দিচ্ছে।
FD Interest Rate 2025
ব্যাংক ও পোস্ট অফিস ছাড়াও এখন অনেক আর্থিক সংস্থা আছে যারা গ্রাহকদের জন্য অনেক ধরণের ফিক্সড ডিপোজিট অফার নিয়ে হাজির হয়। কিন্তু আজকে দেশের ৪ জনপ্রিয় ব্যাংকের এফডি স্কিমের সুদ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে গ্রাহকরা টাকা রাখলে ভালো পরিমাণ রিটার্ন পেতে পারবেন এবং তাদের টাকাও সুরক্ষিত থাকবে। এবারে ব্যাংকের নাম ও সুদ সম্পর্কে দেখুন।
State Bank of India
ভারতীয় স্টেট ব্যাংক হল দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সব থেকে বেশি মানুষের সেভিংস একাউন্ট এই ব্যাংকেই আছে এমনটাই অনেকে পরিসংখ্যান মারফত জানতে পাওয়া যায়। SBI তাদের ৪৪৪ দিনের অমৃত বৃষ্টি স্কিমে (Amrit Vristi Scheme) ৭.২৫% সাধারণ নাগরিকদের ও প্রবীণ নাগরিকদের ৭.৭৫% সুদ দেয় এবং ৪০০ দিনের অমৃত কলস স্কিমে (Amrit Kalash Scheme) সাধারণদের ৭.১০% এবং প্রবীণদের ৭.৬০% সুদ দেওয়া হয়ে থাকে।
Bank of Baroda
ব্যাংক অফ বড়দা সকল সরকারি ব্যাংকের মধ্যে অন্যতম এক ব্যাংক। এই ব্যাংকের তরফে তাদের গ্রাহকদের জন্য নানা ধরণের স্কিম, সেভিংস একাউন্ট, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড নিয়ে আসা হয়েছে যাতে নানা রকমের সুযোগ ও সুবিধা দেওয়া যায়। আর এবারে FD এর ক্ষেত্রে ৩৩৩ দিনে ৭.১৫% ও বয়স্ক নাগরিকরা ৭.৬৫% হারে সুদ পায়। আর ৩৯৯ দিনের জন্য ৭.২৫% ও সর্বোচ্চ ৭.৭৫% সুদ পাবেন।
ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার প্রকাশ। বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানতে সুদের তালিকা দেখে নিন
Indian Bank
ইন্ডিয়ান ব্যাংক মুলত দক্ষিণ ভারত কেন্দ্রিক ব্যাংক ছিল এতদিন, কিন্তু এলাহাবাদ ব্যাংককে (Allahabad Bank) অধিগ্রহণ করার পর থেকে এই বাকগের গ্রাহক সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং ৩০০ দিনের IND Suprim FD Scheme এ মুলত প্রবীণ নাগরিকদের জন্য ৮% এর বেশি সুদ প্রদান করছে এই ব্যাংক। আরও অনেক রকমের বিনিয়োগ স্কিম আছে যেখানে গ্রাহকরা টাকা জমাতে পারবেন।
SIP নাকি NPS কোথায় বিনিয়োগ করবেন? কোথায় লাভ পাবেন বেশি? জেনে নিন কারণ
IDBI Bank
Industrial Development Bank of India বা আইডিবিআই ব্যাংকের তরফে ৩০০ থেকে ৭০০ দিনের উৎসব এফডি স্কিমে ৭.৭৫% পর্যন্ত সুদ দেওয়া হবে। আর এই সকল সুদের হার সময়ে সময়ে পরিবর্তন হয় ব্যাংকের পক্ষ থেকে, আর এই কারণের জন্য যখন আপনারা বিনিয়োগ করবেন সকল তথ্য জেনে সিদ্ধান্ত নেওয়া উচিত।