Bangla Shasya Bima: বাংলা শস্য বীমা লিস্ট 2024. বাংলা শস্য বীমার টাকা কবে দেবে? বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক

Bangla Shasya Bima Status Check

রাজ্যের কৃষকদের (Farmers) জন্য বাংলা শস্য বীমা (Bangla Shasya Bima) প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বড় আপডেট পাওয়া গেল। কৃষিকাজ তথা কৃষকদের উন্নতির জন্য একগুচ্ছ প্রকল্প ইতিমধ্যেই চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). এই গুলোর কোনটিতে সরাসরি অর্থ সাহায্য, আবার কোনটিতে অন্যভাবে সুবিধা পেয়ে থাকেন কৃষকরা, যেই রকম প্রধানমন্ত্রী কিষান যোজনাতে (PM Kisan Yojana) হয়ে থাকে।

Bangla Shasya Bima crop insurance for farmers

বাংলা শস্য বীমা টাকা কবে দেবে?

সম্প্রতি বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় কৃষকদের একাউন্টে ফের টাকা পাঠাতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যেই সব কৃষক নিজেদের ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করেছিলেন, তারা টাকা পাবেন। আপনার টাকা কি এখনো ঢুকেছে? কিভাবে নিজের স্ট্যাটাস চেক করে জানবেন? দেখে নিন।

আরও পড়ুন, স্বাস্থ্যসাথীর নিয়মে বিরাট বদল। কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার কিভাবে সুবিধা মিলবে

শস্য বীমা প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, বা ঝড় বৃষ্টির কারণে ফসলহানির ক্ষেত্রে কৃষকদের আর্থিকভাবে সুরক্ষিত রাখা। এই প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকরা সরাসরি ব্যাংক একাউন্টে ক্ষতিপূরণের অর্থ পান। এর ফলে কৃষকরা আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পান এবং পুনরায় তাদের চাষবাস শুরু করতে পারেন।

বাংলা শস্য বীমা লিস্ট 2024

কৃষকের ব্যাংক একাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হয়। শুধুমাত্র নির্দিষ্ট মরশুমে বীমার জন্য আবেদন করলে তবেই কৃষকরা এই সুবিধা পেয়ে থাকেন। ফসলের ক্ষতি হলে কৃষকরা দ্রুত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আর পিএম কিষান যোজনা (PM Kisan Yojana) মত রাজ্য সরকারের তরফে দেশের ও রাজ্যের মানুষদের অন্নদাতাদের খুবই সুবিধা প্রদান করা হয়ে থাকে।

২০২৪ সালের খরিফ মরশুমে ক্ষতিপূরণ বিতরণ শুরু হয়েছে। যারা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং প্রাকৃতিক দুর্যোগে তাঁদের ধানের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁরা সরাসরি এই অর্থ পাবেন। রাজ্যের প্রায় প্রতিটি জেলা এই প্রকল্পের (Crop Insurance )আওতায় আসলেও শুধুমাত্র ক্ষতিগ্রস্ত এলাকা গুলির কৃষকরাই ক্ষতিপূরণ পাচ্ছেন।

রাজ্যের মহিলাদের প্রতিমাসে 2000 টাকা দেবে কেন্দ্র সরকার। নতুন প্রকল্পে কিভাবে আবেদন করবেন?

বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক

রাজ্য সরকারের তরফে শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। Farmer ID বা ভোটার কার্ড নম্বর এন্ট্রি করুন। সার্চ অপশনে ক্লিক করে স্ট্যাটাস চেক করে দেখুন। আর এরপরে তিনটি তথ্য আপনার সামনে চলে আসবে –  Claim Details – নির্দিষ্ট অঙ্কের অর্থ প্রদানের জন্য প্রস্তুত, Claims Under Process – অর্থ প্রক্রিয়াধীন, Claim Not Reported Yet – আবেদন গ্রহণ হয়নি বা যোগ্য নন। আরও বিস্তারিত তথ্যের জন্য বাংলা একাডেমী ফলো করুন।
Written by N Saha.

Related Articles

Back to top button