বাংলা শস্য বীমা প্রকল্পে পশ্চিমবঙ্গে কৃষকদের একাউন্টে টাকা দিচ্ছে। কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে?

Bangla Shasya Bima Crop Insurance

পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বাংলা শস্য বীমা (Bangla Shasya Bima) প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষক বন্ধুদের (Krishak Bandhu) ফসলের ক্ষতিপূরণ (Crop Insurance Payment) দেওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রকৃতির খামখেয়ালিপনার জন্য বছরে অনেকবার চাষিদের নিজেদের ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য ক্ষতি হয় যা তারা পূর্ণ করতে পারেন না। সেই কারনের জন্য সরকারের তরফে নানা ধরনের সুবিধা নিয়ে আসা হয়েছে চাষিদের জন্য।

বাংলা শস্য বীমা পেমেন্ট চেক করুন

এই রকমই আরও এক প্রকল্প পিএম কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) এর মাধ্যমে বছরে ২০০০ টাকা করে ৩ বারের হিসাবে ৬০০০ টাকা দেওয়া হয়ে থাকে। যাতে কৃষকদের কিছুটা হলেও সুবিধা হয় এবং তারা এই টাকা ব্যবহার করার মাধ্যমে নিজেদের দরকারের কোন না কোন জিনিস কিনতে পারেন এবং কিছুটা হলেও তাদের ক্ষতি পুরন হয়।

বাংলা শস্য বীমা স্কিম ২০২৫

কিছু দিন ধরে অকাল বর্ষা হচ্ছে রাজ্যে, মুলত এই সময়ে আলু চাষ হয়ে থাকে কয়েক বিঘা জমিতে। কিন্তু এই বৃষ্টির ফলে কৃষকদের অনেকটাই ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে এবং এরই সঙ্গে DVC (Damodar Vally Corporation) এর তরফে জল ছাড়া হয়েছে, আর এই কারণের জন্য অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছে সকল চাষিরা। আর এবারে এত বড় ক্ষতির মাসুল চাষি ছাড়াও সকলকেই গুনতে হবে বলে মনে করা হচ্ছে।

টাকা পেতে এইভাবে আবেদন করুন।

বাংলা শস্য বীমা (BSB) পেমেন্ট স্ট্যাটাস

চাষের আলু জমি থেকে তোলার আগেই জমিতে জল জমে যাওয়ার জন্য অনেক ক্ষতি হয়েছে সকলের। আর এবারে এই কারণের জন্য অনেক ব্যবসায়ীরা সিঁদুরে মেঘ দেখছেন, কারণ জোগান ভালো না হলে কেজি প্রতি এই দাম বিগত বছরের মত আরও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু যেই পরিমাণ ক্ষতি কৃষকদের হল তার কি হবে? প্রায় কয়েক বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে।

পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য বাংলা শস্য বীমা

মুলত বাঁকুড়া জেলায় বেশি ক্ষতি হয়েছে আরেই খবর পেয়ে কৃষি দফত্রের আধিকারিকরা পৌঁছিয়ে গেছে। মুলত এই সকল কৃষকদের থেকে আলু কিনে সরকারের তরফে সুফল বাংলা স্টলে বিক্রি করা হয় এবং এর মাধ্যমে চাষি ও সাধারণ মানুষদের খুবই সুবিধা হয়, কিন্তু এবারে সেই সুবিধা দেওয়া যাবে কিনা সেই দিকেই নজর অনেকের। আর যেই পরিমাণ ক্ষতি হয়েছে সকল কৃষকদের সেই কারণের জন্য সকলের একটাই অপেক্ষা যে আগামী কবে এই ক্ষতিপূরণের টাকা পাবে সকলে।

লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা স্ট্যাটাস চেক করে দেখুন কবে টাকা ঢুকবে ব্যাংক একাউন্টে

আর এই জন্য সকলকে বাংলা শস্য বীমা ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে এবং তাহলেই টাকা নিয়ম মেনে ঢুকে যাবে কৃষকদের ব্যাংক একাউন্টে। আর সরকারের তরফে এই নিয়ে চিন্তা করা হচ্ছে এবার দেখার অপেক্ষা যে আগামী দিনে আরও কি কি ঘোষনা করা হয় সেই নিয়ে, আরও তথ্য জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।

Related Articles

Back to top button