মোবাইল রিচার্জের খরচ 110 টাকা কমে গেল! TRAI এর নির্দেশে গরিব মানুষের জন্য সস্তার প্ল্যান চালু

Airtel Mobile Recharge Plans 2025

বিগত বছরে সকল বেসরকারি টেলিকম কোম্পানি গুলো মোবাইল রিচার্জের খরচ (Recharge Plan Price) অনেকটাই বৃদ্ধি করে দিয়েছিল। এই মধ্যে Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea অন্যতম। কিন্তু BSNL (Bharat Sanchar Nigam Limited) এর তরফে এই খরচ ১ টাকাও বৃদ্ধি করা হয়নি এবং এর জন্য অনেক মানুষই বিএসএনএলে পোর্ট করে চলে গেছিলেন। আর এর ফলে বেসরকারি কোম্পানি গুলোর অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

মোবাইল রিচার্জের দাম কমে গেল

কিছু দিন আগে TRAI (Telecom Regulatory Authority of India) এর তরফে মোবাইল ফোনের খরচ কমানোর জন্য জানানো হয়েছে সকল কোম্পানিদের। এবারে এই আদেশ পালন করার জন্য সকল কোম্পানি গুলির তরফে নতুন নতুন  মোবাইল রিচার্জ প্ল্যান শুরু করা হচ্ছে, আর এই সকল প্ল্যানের মাধ্যমে রিচার্জের খরচ একধাক্কায় অনেকটাই কমে গেছে। এবারে ট্রাইয়ের এই ঘোষনার মাধ্যমে সুবিধা হতে চলেছে অনেক গ্রাহকদের।

সবচেয়ে সস্তার মোবাইল রিচার্জ প্ল্যান

ভারতের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি হল এয়ারটেল, আর এর তরফে রিচার্জের খরচ একেবারে ১১০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এয়ারটেলের ১৫৯৫ টাকার প্ল্যানের জন্য এই খরচ কমানো হয়েছে। এছাড়াও আরও অনেক প্ল্যানে এই খরচ কমিয়ে দেওয়া হল, এবারে সেই সকল বিষয় জেনে নেওয়ার দরকার সকল গ্রাহকদের। আর এখন প্রায় ৪০ কোটির কাছাকাছি গ্রাহক রয়েছে এয়ারটেলের, এবারে এই ঘোষনার ফলে সুবিধা হবে সকলের।

Bharti Airtel Recharge Plan 2025

৪৯৯ টাকার প্ল্যানে ৩০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে আর অনেকেই মনে করছেন যে আগামী দিনে আরও এই রকমের প্ল্যানে খরচ কমানো হবে। সেই হিসাবে আখেরে গ্রাহকদের ভালো হতে চলেছে আর এই দাম কমিয়ে কি কোন সুবিধাও কমানো হচ্ছে? এমনই প্রশ্ন উঠছে সকলের মনে। তাহলে উল্লেখিত এই দুই প্ল্যানের সকল সুবিধা আজকের এই আলোচনাতে জানানো হচ্ছে।

রান্নার গ্যাসের দাম কমলো। LPG Gas সিলিন্ডারের নতুন দাম কতো হলো?

এয়ারটেল রিচার্জ প্ল্যানের সুবিধা

১৯৫৯ টাকার প্ল্যান এখন মাত্র ১৮৪৯ করে দেওয়া হয়েছে এর সঙ্গে ৩৬৫ দিনের ভ্যালিডিটি, ৩৬০০ SMS ও Hello Tunes, Apollo 24×7 এর সদস্যপদ দেওয়া হবে। ৪৯৯ টাকার দাম কমে এখন ৪৬৯ হয়েছে, এই প্ল্যানে ৮৪ দিনের পাশাপাশি আনলিমিটেড কলিং ও ৯০০ SMS, এছাড়াও 24×7 সদস্যপদও পাওয়া যাবে আগের মত। ট্রাইয়ের তরফে সকল কোম্পানিকে এই খরচ কমাতে বলা হয়েছে।

আধার কার্ড থাকলেই পাবেন 10000 টাকা। সরকারের নতুন প্রকল্প। আবেদন পদ্ধতি দেখে নিন

এই রকম প্ল্যান শুধুমাত্র সেই সকল মানুষদের জন্য আনা হয়েছে যেই সকলের ইন্টারনেটের দরকার খুব একটা হয় না, শুধু কলিং ও SMS চাই। কিন্তু এত দিন তাদের দরকার না থাকলেও সকল কিছু কিনতে হত বাধ্য হয়ে, এবারের এই দিকে নজর রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে যদি ইন্টারনেটের খরচ কমানো হয় তাহলে সকল গ্রাহকদের সুবিধা হবে বলে মনে করছেন অনেকেই।

Related Articles

Back to top button