Dearness Allowance: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ল! এবারে কত বেতন বৃদ্ধি হল?
DA Hike News
বছরের শেষেই বকেয়া ডিএ বৃদ্ধি (Dearness Allowance) নিয়ে বড়সড়ো সুখবর পেতে চলেছে সরকারি কর্মীরা (Government Employee Benefits). অবশেষে স্বস্তির খবর দিলেন রাজ্য সরকার, বৃদ্ধি পেতে চলেছে মহার্ঘ ভাতা (DA Hike News). কেন্দ্রীয় সরকার যেমন দীপাবলির আবহে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন, যার ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট প্রাপ্ত ডিএ পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ।
State Govt Employees Dearness Allowance Hike
আর এই ইস্যু নিয়ে সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের অনেক দূূরত্ব দেখা যাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে সরকারের তরফে নানা চেষ্টার মাধ্যমে কর্মীদের সুবিধা (Employee Benefits) দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন অন্যান্য সরকারও কেন্দ্রের দেখানো পথে হেঁটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি করেছে। সম্প্রতি, রাজ্যের কর্পোরেশনের কর্মচারীদের জন্য বৃদ্ধি করা হলো মহার্ঘ ভাতা। মধ্যপ্রদেশের সরকার (Government of Madhya Pradesh) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটা জানিয়েছেন।
রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি
সম্প্রতি, মধ্যপ্রদেশের বাল ভবনে মেয়র ইন কাউন্সিলের একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন মেয়র ডাঃ শোভা সিকারওয়ার। সেই বৈঠকেই MIC সদস্যরা ঘোষনা করেছেন, কর্পোরেশনের কর্মচারীদের সপ্তম বেতন কমিশন কার্যকর করার কথা ভাবা হচ্ছে। ষষ্ঠ বেতন কমিশন (6th Pay Commission) বেতন অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছে।
DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের
অন্য দিকে বৃদ্ধি করা হচ্ছে পেনশনভোগীদের পেনশন ও ডিআর (DR) প্রদান করার কথাও চিন্তা ভাবনা করা হয়েছে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধি (Salary hike) নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছিল। জানা গিয়েছে, অনেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা অবসর গ্রহণের পর পেনশন পাওয়ায় নানা রকম সমস্যা হচ্ছিল। এই বিষয়ে মধ্যপ্রদেশ রাজ্যের ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস দফতরের কমিশনার এবং পেনশন ডিরেক্টরেট জানিয়েছেন।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ডেটা আপডেট করতে সময় লাগার জন্যই সামান্য দেরি হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। দ্রুত ডেটা আপডেটের জন্য ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভাগীয় প্রধানদের নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের সকলকে নিজের জন্ম তারিখ, আধার নম্বর, বিভাগে নিয়োগের তারিখ এবং কর্মচারী কর্মকর্তা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এই সকল তথ্য আপডেট করে রাখতে হবে।
আপডেট করা ডেটা ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের কমিশনার এবং পেনশন অধিদফতরে পৌঁছালেই পেনশনভোগী পেনশন পাবেন। মধ্যপ্রদেশ রাজ্যের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পেলেও, বাংলার সরকারি কর্মচারীদের অবস্থা খুবই খারাপ। এক বছরের বেশি সময় ধরে মিছিল মিটিং করার পর বর্তমানে সুপ্রিম কোর্টে ডিএ মামলা বিচারাধীন। শেষবারের মতন লোকসভা নির্বাচনের সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে।
আর চিন্তা নেই! অবশেষে বড় আপডেট সরকারি কর্মীদের জন্য। ডিসেম্বর মাসেই পাচ্ছেন সুখবর
বর্তমানে বাংলার সরকারি কর্মচারীদের মোট প্রাপ্ত ডিএ পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশ। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে অন্যান্য রাজ্য সরকারও বকেয়া ডিএ বৃদ্ধি করলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ডিএ বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেননি এখনোও। দেখা যাক, অন্যান্য রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের মতন কবে মুখে হাসি ফোটে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের।