DA Hike: সরকারি কর্মীদের 3% DA বৃদ্ধি। পেনশনভোগীদের দ্বিগুন পেনশন। কত টাকা বেতন ও পেনশন বাড়লো?

DA Hike News

সরকারি কর্মীদের (Government Employees) জন্য বিরাট বড় ঘোষণা (Employee Benefits). দীপাবলীর আগেই ফের বাড়তে চলেছে তাদের মহার্ঘ ভাতা (DA Hike). এখনও পর্যন্ত অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি বা গেজেট নোটিফিকেশন না প্রকাশিত হলেও সরকারি সুত্রে জানা গেছে, দিপাবলীর আগেই ৩ শতাংশ DA বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। যা সমস্ত কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও পেনশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। ধনতেরাসের আগে স্বাভাবিকভাবেই এটি একটি মন ভালো করা খবর।

DA Hike for Central Government Employees

কাদের ডিএ বাড়ছে?

সপ্তম পে কমিশন তথা 7th Pay Commission এর আওতায় এই মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার (Modi Government). এর আগে সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, যা এবার বেড়ে হবে ৫৩ শতাংশ। এই পদক্ষেপটি বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির (AICPI) সঙ্গে মোকাবিলা করতে কর্মচারীদের অর্থনৈতিক স্বস্তি প্রদান করবে। দীপাবলির আগে এমন ঘোষণায় সরকারি কর্মীদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে।

পেনশনভোগীদের জন্যও বিশেষ সুবিধা

সরকারের এই ঘোষণার সঙ্গে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীদের জন্যও বিশেষ সুবিধা যোগ করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় পেনশন রুলস, ২০২১-এর অধীনে (Pension Rules 2021) একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী, যেসব অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বয়স ৮০ বছর বা তার বেশি, তারা অতিরিক্ত পেনশন (Pension and Retirement Benefits) পাওয়ার যোগ্য হবেন।

আপনার জন্য Amazon দিওয়ালি অফার, মোবাইলে ৭০% ছাড়, অন্যান্য প্রডাক্টে ৫০%, এখানে ক্লিক করুন

নতুন নির্দেশিকা অনুযায়ী, অবসরপ্রাপ্ত কর্মীদের বয়স অনুযায়ী অতিরিক্ত পেনশন নির্ধারিত হবে। ৮০-৮৫ বছরের মধ্যে থাকা অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের বেসিক পেনশনের ওপরে ২০ শতাংশ অতিরিক্ত পেনশন পাবেন। ৮৫-৯০ বছরের মধ্যে থাকা কর্মীদের জন্য এই হার হবে ৩০ শতাংশ, ৯০-৯৫ বছরের কর্মীদের জন্য ৪০ শতাংশ, এবং ৯৫-১০০ বছরের মধ্যে থাকা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ৫০ শতাংশ অতিরিক্ত পেনশন পাওয়া যাবে।

gamezop ad

আরও পড়ুন, ডানা ঘূর্ণিঝড়ের কারণে টানা 4 দিন ছুটি ঘোষণা। মুখ্যমন্ত্রীর জরুরী ঘোষণা

১০০ বছরের বেশি বয়সীদের জন্য ডবল পেনশন

যদি কোনও অবসরপ্রাপ্ত কর্মীর বয়স ১০০ বছর বা তার বেশি হয়, তবে তাঁরা বেসিক পেনশনের ওপর ১০০ শতাংশ হারে অতিরিক্ত পেনশন তথা Double Pension পাওয়ার যোগ্য হবেন। এটি একটি অসাধারণ পদক্ষেপ, যা প্রবীণ পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার করবে। একদিকে DR বৃদ্ধি আর তার সাথে এই ঘোষণায় অবসরপ্রাপ্ত কর্মচারীরাও যথেষ্ট উপকৃত হবেন।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের প্রস্তুতি

কেন্দ্র সরকারের এই ডিএ ঘোষণায় (DA Hike), উপকৃত হবেন সারা দেশের প্রায় ৪৯ লাখ কেন্দ্র সরকারি কর্মী ও ৬৮ লাখ অবসরপ্রাপ্ত পেনশনভোগী। যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছেন প্রায় সাড়ে চার লাখ কেন্দ্র সরকারি কর্মী এবং প্রায় ৫ লাখ অবসরপ্রাপ্ত পেনশন গ্রাহক।

আরও পড়ুন, ফের ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের! এবার কেন্দ্রের পথে হেঁটে DA পাবে রাজ্যের কর্মীরাও।

এদিকে কেন্দ্র সরকারের DA ও DR ঘোষণার পর তীব্র আন্দোলনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে ভাস্কর ঘোষ জানান, এতদিন সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ মামলার সঙ্গে যুক্ত ছিলো না, এবার তারা ডিএ মামলায় অন্তর্ভুক্ত হবেন। এবং সেই সাথে নভেম্বর মাস থেকে লাগাতার রাস্তায় আন্দোলন ও কর্ম বিরতি চলবে। এদিকে পশ্চিমবঙ্গের তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রের আর্থিক বঞ্চনার পরও ২০২৪ সালে ২ বার DA দিয়েছে রাজ্য সরকার। সরকারের সামর্থ্য অনুযায়ী যখন দরকার হবে ডিএ ঘোষণা হবে।

Related Articles

Back to top button