College Start Date: কলেজে প্রথম বর্ষের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। সব কলেজের রুটিন দেখে নিন

1st Year College start date in West Bengal

বাংলা অ্যাকাডেমি ডেস্ক : ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কলেজগুলিতে (College admission) শুরু হয়ে গিয়েছে নতুন বর্ষে ভর্তির প্রক্রিয়া। এবার College start date বা কলেজ শুরুর পালা। চলতি বছরে প্রায় সম্পন্ন হয়ে গেছে সেন্ট্রালাইজ পোর্টালের প্রথম দফার ভর্তি এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ। এখন প্রশ্ন, তাহলে কলেজগুলিতে কবে থাকতে ক্লাস শুরু হবে? ক্যাম্পাসে গিয়ে ক্লাসরুমে বসে কবে থেকে ক্লাস করতে পারবে ছাত্রছাত্রীরা?

College start date in West Bengal

কলেজ শুরু কবে থেকে?

এবার এই ব্যাপারে এলো বড় আপডেট। বড় নির্দেশিকা ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় মন্ত্রকের। কলেজে (College start date) ইতিমধ্যেই ভর্তি হয়ে যাওয়া ছাত্র-ছাত্রীরা এখন অপেক্ষার প্রহর গুনছে। কবে থেকে তারা কলেজগুলিতে গিয়ে ক্লাস করতে পারবে, সেটাই এখন তাদের কাছে বড় প্রশ্ন। করোনা ভাইরাস মহামারির জন্য বিগত বছরগুলিতে রাজ্যের প্রতিটি কলেজে যথেষ্ট বিলম্ব করে ক্লাস শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিউটি টাইম বেড়ে গেল! কখন অফিসে ঢুকবেন, কখন ছুটি হবে?

এবার অবশ্য যথাসময়ে কলেজগুলিতে ক্লাস শুরু করা নিয়ে তৎপর রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসির ক্যালেন্ডার অনুসারে অনেক আগেই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কলেজের (College) অ্যাকাডেমিক শুরু হতে চলেছে পহেলা আগস্ট থেকে। যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আগস্ট মাসের শুরুতে। বাকি থাকা ছাত্রছাত্রীরা প্রায় সারা মাস ধরেই ভর্তি হয়েছেন বিভিন্ন রাউন্ডে।

তাই সেই সকল ছাত্র-ছাত্রীদের ভর্তি হতে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আরো বেশ কিছুটা সময় লাগবে। প্রত্যেকটি কাজই করে কলেজ একাডেমিক সেশানের মধ্যেই। তাই কলেজের (College) একাডেমিক অর্থাৎ নতুন সেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলা যেতে পারে। কলেজের জেনারেল এবং অনার্স বিভাগের যারা ভর্তি হয়েছে তারা কবে থেকে ক্যাম্পাসে গিয়ে ক্লাস করতে পারবে?

সরকারের এই প্রকল্পে প্রতিমাসে পাবেন হাজার হাজার টাকা। কিভাবে পাবেন, নিয়ম কানুন জেনে নিন

ক্লাস করার জন্য বিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। আপাতত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রত্যেকটি কলেজগুলিতে (College start date) ক্লাস শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। যে সকল ছাত্র-ছাত্রীরা তারা যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট এর নোটিফিকেশন কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সোশ্যাল মিডিয়া পেজ ফলো করলে সবটাই জানতে পারবে।

Related Articles

Back to top button