OBC Certificate: পশ্চিমবঙ্গের লাখ লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল। সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত জেনে নিন

OBC Certificate Cancel Case

অযোগ্য হয়েও সুবিধা নেওয়ার অভিযোগে রাজ্যের হাইকোর্ট এর আগে ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে (OBC Certificate Cancel Case). কোনটি ঠিক আর বেঠিক সেটি তো সময় আর আদালতের (Supreme Court of India) বিচারে প্রকাশ পাবে। তবে এই রায়ের ফলে দারুণ সমস্যার মুখে পড়তে হয়েছে অনেককে। বহু ছাত্রছাত্রীরা সংরক্ষণের অভাবে বঞ্চিত হয়েছেন পড়াশোনার ক্ষেত্রে নানা সহায়তা এবং অনেক রকম স্কলারশিপ থেকে। শুধু তাই নয় চাকরি প্রার্থীরা ও চিন্তায় রয়েছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে।

West Bengal OBC Certificate Cancel Case

চাকরিপ্রার্থীদের মধ্যেও অনেকে সরকারি চাকরির (Government Jobs) ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছেন। এছাড়াও রাজ্যের অন্যান্য বহু সাধারণ মানুষের শ্রেণীবিশেষে পাওয়া কিছু ভাতার সুবিধা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এবার পশ্চিমবঙ্গের ওবিসি সংরক্ষণ (Other Backward Class Reservation)নিয়ে আরেকটি খারাপ খবর দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। যাতে বড়সড় ক্ষতি হলো ওবিসি প্রার্থীদের।

রাজ্যের হাইকোর্টের ওবিসি সংরক্ষণ (OBC Certificate) নিয়ে করা রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করে। গত ২২ শে অক্টোবর সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন আর শেষ পর্যন্ত শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।

আরও পড়ুন, শুরু হলো রোজগার মেলা। 51000 নতুন চাকরির সুযোগ। কোথায় হবে, কিভাবে আবেদন করবেন?

কিন্তু জানা যাচ্ছে আগামী ১০ নভেম্বর অবসর নিতে চলেছেন তিনি। যার কারণে তার ডিভিশন বেঞ্চ আর এই মামলা শুনবে না। প্রধান বিচারপতি জানিয়েছেন নতুন বেঞ্চ গঠনের পরই এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের কারণে ওবিসি প্রার্থীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

আগের নিয়ম ও বর্তমান নিয়ম

এই মামলার গুরুত্ব অপরিসীম। পশ্চিমবঙ্গে ওবিসি সম্প্রদায়ের জন্য সরকারি চাকরিতে ১৭ শতাংশ সংরক্ষণ ছিল। কিন্তু হাইকোর্টের এই রায়ের ফলে বহু ছাত্রছাত্রীর জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নানা সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। অনেক শিক্ষার্থী যে মাসিক ভাতা পেতেন, তা বন্ধ হয়ে গিয়ে তাদের পড়াশোনার ক্ষেত্রেও বিশাল প্রভাব ফেলেছে। ফলে ওবিসি সম্প্রদায়ের অসংখ্য মানুষ আর্থিকভাবে বিপর্যস্ত হচ্ছেন এবং শিক্ষা ও কর্মসংস্থানে তাদের দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি হচ্ছে।

আরও পড়ুন, বেকার ছেলেমেয়েদের মাসে ৩০০০০ টাকা বাড়ি বসে রোজগারের সুযোগ।

সরকারি চাকরির ক্ষেত্রেও এই সিদ্ধান্ত বেশ নেতিবাচক প্রভাব ফেলেছে। যারা ইতিমধ্যে ওবিসি কার্ডের ভিত্তিতে চাকরির আবেদন করেছেন বা চাকরিতে প্রবেশ করেছেন, তাদের ক্ষেত্রে অবশ্য হাইকোর্টের রায় প্রযোজ্য নয়। তবে যাদের নতুন করে সরকারি চাকরিতে প্রবেশের পরিকল্পনা ছিল, তাদের জন্য এই সিদ্ধান্ত বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত

এদিকে, রাজ্যের ওবিসি কল্যাণ দপ্তর এই বাতিল হওয়া কার্ডগুলোর ব্যাপারে দ্রুত সমাধান চেয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের এই আপাতত স্থগিত সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি চাকরির শূন্যপদ পূরণে বাধা সৃষ্টি হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যতদিন না সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত রায় আসে, ততদিন ওবিসি সংরক্ষণের (Reservation on OBC Certificate) বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা দেওয়া সম্ভব নয়।

Related Articles

Back to top button